North24Paragana1

May 11 2023, 19:57

*তৃণমূল নেতৃত্বদের ঝাঁটা নিয়ে তারালো গ্রামবাসীরা*


উত্তর ২৪ পরগনা: হাসনাবাদে সরকারি ড্রেনের উদ্বোধন করা নিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর হাতাহাতি আহত দুই পক্ষের পাঁচ। গ্রামের মহিলারা ঝাঁটা হাতে তাড়া করলেন তৃণমূলের এক গোষ্ঠীকে৷ এলাকায় উত্তেজনা থামাতে পৌছায় হাসনাবাদ থানার পুলিশ। 

উল্লেখ্য,হাসনাবাদ ব্লকের মাখাল গাছা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর গ্রামে ৫৪ নম্বর বুথে ৭ লক্ষ ৯৮ হাজার ৮৪৩ টাকার একটি ড্রেন ২৮/৪/২০২৩ এ শুরু হওয়ার কথা ছিল। কাজ শুরু হয় গত সোমবার থেকে। চারদিন কাজ চলে ঐ ড্রেন তৈরির। সেই কাজের উদ্বোধন করেন মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান । পুনরায় আজ ফের সেখানে ড্রেনের কাজ উদ্বোধন করার জন্য মাইক চেয়ার টেবিল পাঠায় পঞ্চায়েত সদস্যের স্বামী ও অঞ্চল ওয়ার্কার প্রেসিডেন্ট বিধায়ক রফিকুল ইসলামের ঘনিষ্ঠ শঙ্কর মন্ডল । এই সময় গ্রামবাসীরা ঝাঁটা লাঠি নিয়ে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্বকে তাড়িয়ে দেয় এলাকা থেকে। একই সাথে চেয়ার টেবিল মাইক ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় উভয় পক্ষের লোকজনদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষের আহত হয় ৫ জন।

North24Paragana1

May 11 2023, 18:00

*ঘূর্ণিঝড় মোকা আসার আগেই তৎপর এনডিআরএফ এর কর্মীরা*


উত্তর ২৪ পরগনা:নদীয়ার হরিণঘাটা এলাকা থেকে ২৬ জনের একটি এনডিআরএফ এর দল ধামাখালি তে পৌঁছায়। সন্দেশখালীর ধামাখালি তে পৌঁছানোর পর তারা আজ সন্দেশখালির মনিপুর আতাপুর ,তুষখালী সহ বিভিন্ন এলাকায় এলাকায় যান। সাধারণ মানুষদের সঙ্গে তারা কথা বলে জনসংযোগ তৈরি করেন। যদি কোন দুর্ঘটনা ঘটে থাকে তাহলে দ্রুত মোকাবিলা করার জন্য আশ্বাস দেন তারা।

যদি কোন দুর্ঘটনা ঘটে যায় তাহলে দ্রুত তাদের ফোন করে জানানোর জন্য এনডিআরএফ পক্ষ থেকে সাধারণ মানুষদের দেওয়া হয় ফোন নাম্বার। পাশাপাশি, মাইক প্রচার করে সাধারণ মানুষদের বিশেষভাবে সচেতন করেন তারা। যদি ঘূর্ণিঝড় আসে তাহলে আসার আগে কি কি করতে হবে? কোথায় কিভাবে যেতে হবে সেই সংক্রান্ত নানান বিষয়ে তাদের সচেতন করেন।

North24Paragana1

May 11 2023, 14:44

ব্যবসায়ীর বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ, একটি তাজা বোমা উদ্ধার


উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বসিরহাটের সাকচুড় বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের সোলা দানা গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে রাতের অন্ধকারে বোমা ছোড়ার অভিযোগ। উদ্ধার হয় একটি তাজা বোমা।

ঘটনাটি ঘটে সোলা দানা গ্রামে গতকাল রাত এক টা ৪০ মিনিট নাগাদ। বাড়ির পিছন থেকে বোমা ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে । বাড়ির বাইরের থেকে ছাদের উপরে তিনটি বোমা ছোড়ে তার মধ্যেই ছাদের উপরে দুটি বোমা ফেটে যায়। একটি বোমা ছাদ তোকে এসে বাড়ির উঠোনে পড়ে । বসিরহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় । বাড়ির মালিক রুল কুদ্দুস মন্ডল ইট ভাটার ব্যবসা করেন।

এছাড়াও তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত । রুহুল কুদ্দুস মন্ডল জানান, সম্ভবত পুরানো শত্রুতা জেরেই দুষ্কৃতীরা আমার বাড়িতেই বোমা ছোড়ে '। বেশ কিছুদিন আগে সোলা দানা বাজারে একটি গন্ডগোল কে কেন্দ্র করে দুষ্কৃতীদের তাড়া করলে, তারা দুটি মোটর বাইক রেখে পালিয়ে গিয়েছিল । মোটরবাইক দুটিকে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দিয়েছিল সম্ভবত সেই ঘটনার জেরে এই ঘটনা বলে মনে করছেন বাড়ির মালিক I

North24Paragana1

May 11 2023, 12:07

অটো চালকদের সাথে সিভিক পুলিশের মারামারি


উত্তর ২৪ পরগনা:শ্যামনগর স্টেশনের সামনে অটো রাখা নিয়ে অটো চালকদের সাথে এক সিভিক পুলিশের বসচা হয়।এরপর খবর পেয়ে আরো সিভিক পুলিশ ছুটে গেলে ঝামেলা আরো বেড়ে যায়।এরপরে সিভিক পুলিশদের সাথে অটোচালকদের মারামারি শুরু হয়।এই মারামারিতে আহত হয় পাঁচ সিভিক পুলিশ। বর্তমানে তাদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে।

North24Paragana1

May 10 2023, 15:32

আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি, বকেয়া টাকা মেটানোর দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান


উত্তর ২৪ পরগনা:আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি, বকেয়া টাকা মেটানোর দাবি সহ একাধিক দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান ।

উত্তর ২৪ পরগনা জেলার বারের সাথে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ আইসিডিসিএস কর্মী সংগঠনের ।

প্রায় ৩০০ জন আইসিডিসিএস কর্মী জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করে । তাদের দাবি লিখিত আকারে জেলাশাসকের কাছে জমা দেয়। এবং সমস্যার সমাধান না হলে আগামী দিনে অবস্থান ধারণায় বসবেন বলে জানান তারা ।

North24Paragana1

May 09 2023, 15:44

পেট্রাপোল থানার উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী


উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বনগাঁয় পেট্রাপোল থানার উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া সহ অন্যান্য আধিকারিকেরা।

North24Paragana1

May 09 2023, 15:43

বিবাদের জেরে মৃত বিকাল মিশ্রের অভিযুক্তদের আদালতে পেশ


উত্তর ২৪ পরগনা: গতকাল নৈহাটির ৩১ নম্বর ওয়ার্ডের লিচুবাগান অঞ্চলে পানীয় জল নেওয়া নিয়ে বিবাদ কে কেন্দ্র করে ১৯ বছরের ছেলে বিশাল মিশ্রাকে হকি স্টিক দিয়ে আঘাত করে মেরে ফেলার অভিযোগ উঠেছিল ওই এলাকার বাসিন্দা বিনয় ঝা ও তার পুত্র প্রিন্স ঝা র বিরুদ্ধে। অবশেষে অভিযুক্ত পিতা ও পুত্র কে নৈহাটি থানার পুলিশ আটক করে। অভিযুক্তদের আজ শারীরিক পরীক্ষা করানোর পর ব্যারাকপুর আদালতে পাঠানো হল।

North24Paragana1

May 09 2023, 10:36

পানিহাটি পৌরসভার পক্ষ থেকে রবীন্দ্র প্রণাম


উত্তর ২৪ পরগনা:আজ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন দেখতে দেখতে ১৬৩ তম বর্ষে পদার্পণ করল। এই দিনটিকে স্মরণ করে প্রত্যেক বছরের মতন এ বছরও পানিহাটি পৌরসভার পক্ষ থেকে রবীন্দ্রনাথের পদধূলিতে ধন্য হওয়া মাটি পেনেটির বাগানবাড়ি, যার আগে নাম ছিল ছাতুবাবুর বাগান বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে এসেছিলেন ১১ বছর বয়সে, ১৮৭২ সালে ১৪ই মে থেকে ৩০ জুন পর্যন্ত এই বাড়িতে ছিলেন ।

জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বাইরে প্রথম পা রাখা কলকাতার বাইরে আসা। সেই সময় কলকাতা জুড়ে ছিল ডেঙ্গি জ্বরের প্রকোঊ। সেই জ্বরের হাত থেকে রক্ষা পেতে ৪৮ দিন এই বাড়িতে থেকেছিলেন। মোট এই বাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ৪ বার। রবীনাথের জীবনের সবচেয়ে বড় বিষয় যেটা ঘটেছিল সেটাও এই বাড়ির সাথে যুক্ত জালিওনাবাগ হত্যাকাণ্ডে যখন দেশের মানুষ প্রতিবাদে মুখরিত হয়েছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সেই সময় রবীন্দ্রনাথকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নাইট উপাধি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, সেই নাইট উপাধি তিনি নেননি।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে তার যে সিদ্ধান্ত সেই সময় ছুটে এসেছিলেন জোড়াসাঁকো থেকে এই ছাতু বাবুর বাগান বাড়িতে সাথে নিয়ে এসেছিলেন প্রশান্তচন্দ্র মহলানা বিশকে দুজনে এসেছিলেন সেই সময় নাইট উপাধি বর্জন করার সিদ্ধান্ত এখানে গ্রহণ করেন এবং জোড়াসাঁকো ফিরে গিয়ে সেই চিঠি লেখে ব্রিটিশ সরকারকে জানায় এই রবীন্দ্রনাথ সাথে অতপ্রতভাবে এই মাটি যুক্ত সেই মাটিতে তার জন্মদিন পালিত হলো গান আবৃত্তি নাচের মধ্যে দিয়ে।

North24Paragana1

May 08 2023, 17:32

*চলে গেলেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণ গোপাল বন্দ্যোপাধ্যায়*


উত্তর ২৪ পরগনা:দীর্ঘ শরীর খারাপের পর অবশেষে মারা গেলেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণ গোপাল বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই তার শরীর খারাপ ছিল। অবশেষে গতকাল রাত্রে শরীর খারাপ করলে আজ সকাল সাড়ে এগারটায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় কংগ্রেসের জেলা সেক্রেটারি ছিলেন ।তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার পর দীর্ঘদিন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সহ-সভাপতি ছিলেন।

২০১৩ সালে থেকে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সহ-সভাধিপতি ছিলেন। তার মৃত্যুতে তৃণমূল কংগ্রেস গভীরভাবে শোক প্রকাশ করছে। আজ তার মরদেহ উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে নিয়ে আসা হয়। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হবে তারপর রতনবাবুর ঘাটে তার শেষ কার্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন মন্ত্রী রথীন ঘোষ। এদিনের জেলা পরিষদের তার বিদায় বেলায় সম্মান জানাতে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি, জেলার কর্মাধ্যক্ষরা বিধানসভার চিফ হুইপ নির্মল ঘোষ‌ সহ আরো অনেকে।

North24Paragana1

May 08 2023, 10:48

খড়দহে ৫টি কৌটবোমা উদ্ধার করল পুলিশ


উত্তর ২৪ পরগনা:খড়দহ থানার অন্তর্গত টিটাগড় পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড জগৎ বল্লভভাই রোড এলাকায় ৫টি তাজা বোমা উদ্ধার করল খড়দহ থানার পুলিশ।বোম উদ্ধারের ঘটনায় মোহাম্মদ শাহীদ ও মোহাম্মদ শাহবাজ নামের দুজন অস্থায়ী হোমগার্ড কে আটক করল খড়দহ থানার পুলিশ।হোমগার্ড ২ জনকে জিজ্ঞাসাবাদ করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা।

বোম উদ্ধারের ঘটনায় অস্থায়ী হোমগার্ডদের জড়িয়ে যাওয়ার ঘটনায় পুলিশ মহলে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। গোটা ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন টিটাগড় পৌরসভার পুরপ্রধান কমলেশ সাউ।বোম উদ্ধারের ঘটনায় এলাকায় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আতঙ্ক।